2024-08-22 18:10
সবার প্রতি আবারও বিনীতভাবে অনুরোধ আপনারা একটা যায়গায় ফোকাস না করে বন্যা কবলিত প্রতিটা যায়গায় ফোকাস করুন, পাশাপাশি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা'য় যারা কাজ করতেছেন অথবা করবেন তারা দয়াকরে ইউনিয়ন ব্যাসিস আলাদা হয়ে কাজ করুন,প্রতিটা ইউনিয়ন খুব বাজে অবস্থায় আছে,পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে এক কথায় ব্ল্যাক আউট হয়ে আছে,কেউ দয়াকরে সেদিকেও নজর দিন🙏কিছু স্পিডবোট,বোট এর ব্যাবস্থা করুন🙏
সবাই পাশে দাঁড়ান,চৌদ্দগ্রামের ভাইরা তোমরা কয়েকজন মিলে মিলে দল বানিয়ে সবাইকে নিরাপদে নিয়ে যাও🙏