2024-08-07 17:30
দুইবার এর বেশি কেউ ক্ষমতা ধরে রাখতে পারবে না। কেউ টানা দুইবার (10 বছর) থাকলে,পরে ওই ব্যাক্তি আর নিজে দাঁড়াতে পারবে না। এক নির্বাচন পরে তার দলের অন্য কেউ ক্ষমতার জন্য দাঁড়াবে চাইলে।citizens 🇧🇩🤝✊
(এই আইন পাশ করা জরুরি, যাতে ভবিষ্যতে আবার কেউ ক্ষমতায় এসে এক কেন্দ্রিক না করতে পারবে।)