2024-05-30 09:21
হারানো বিজ্ঞপ্তি
________________
কেউ কি শুনছো আমার চিৎকার?
একটা ফুল হারিয়েছে আমার।
আমৃত্যু সেটা খুঁজে চলেছি
আর অপেক্ষায় নেই থামার।
শুনছো,ফিরে আসো তুমি
আমি তোমাকে আরেকটা ফুল দিবো
নতুন সৌরভে,নতুন আলোতে
ভালোবাসার কথা কব।
আমি খুঁজে চলেছি অসীমের পথে
সীমাহীন রাস্তায় আলো ছাড়া
হেঁটে চলেছি অজানা রাজ্যে
যেন অভিশপ্ত দেহ সঙ্গী ছাড়া।
আমি খুঁজছি এক অন্মেষা কে
কোন সুরেলা স্বরের শর্মিতা কে
কোন গীটার বাদক স্নিগ্ধা
অথবা নৃত্যের দেবী প্রান্তিকা।।
#প্রিন্স_কান্তি_দাস ✍️