2024-09-12 15:28
~কিছু সময় নিজের হয়। একান্তই নিজের।
ঘন লিকার এর এক কাপ চা!!! তাতে চুমুক দিতেই সব ক্লান্তি যেন কেউ শুষে নেয়। নিজের পছন্দের পুরনো বইটা উল্টে পাল্টে দেখা। কিছু পছন্দের অংশ বার বার পড়া। লাইনগুলো পরিচিত।মাঝে মাঝে গন্ধ নেয়া। পুরনো বইয়ের একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে যা নিমিষেই মনের একরাশ বোঝা নিপ্টে দেয়।তাইনা!? আর ওই যে পাশে নিজের আদরের নয়নতারা গাছটা!!!
এইতো !!!!
বাকি সম্পূর্ণ পৃথিবীটা পড়ে রইল ব্যালকনির ওপাশে!~