2024-08-31 19:45
বুকে গুলি নিয়ে ৩৯ দিন, অবশেষে মৃত্যুকে বরণ করে নিলেন সোহান। মহান আল্লাহ আমাদের ভাইকে জান্নাতে ভালো রাখুন।
তাদের জন্য আজ আমরা মন খুলে লিখতে পারি
মন খুলে বলতে পারি
এখন আর কিছু লিখে আর কেটে দিতে হয় না
এখন আর কিছু লিখার আগে পরে ভাবতে হয় না
সব কিছু আজ তাদের জিবনের বিনিময়ে
আল্লাহ ভাইকে শহিদের মর্যাদা দান করুক 🤲