2023-07-10 18:06
"আমাদের জীবনে অনুভূতিরা বড্ড সস্তা, বড্ড সাধারণ। তাই সেসব আমরা কাওকে বলতে যাই না। সেগুলি আমরা গোপনে আগলে রাখি। আর প্রতীক্ষা করি, হয়তো একদিন কেউ এসে এই সস্তা অনুভূতিগুলি পর্যাপ্ত দাম দিয়ে কিনে নেবে। তারপর আগলে রাখবে সযত্নে। কিন্তু মানুষ কি সস্তা জিনিস যত্ন করে আগলে রাখার জন্য কেনে?"