2023-10-19 11:19
বর্তমান ফিলিস্তিনের অবস্থা 🙂
পিতা দু' টুকরো কাপড়ের মধ্যে সন্তানের শরীরের ছিন্নবিচ্ছিন্ন অংশ বয়ে নিয়ে যাচ্ছেন। মা চিৎকার করে কাঁদছেন কারণ সন্তানের দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুদের লাশ পড়ে আছে খুলি ফেটে চৌচির, কান দিয়ে গড়িয়ে বেরিয়ে আসছে রক্ত আর মগজ
২ রবিউসসানি, ১৪৪৫। গ। য।, ফিলিস্তিন...
আমরা এ অপরাধের সাক্ষী থাকলাম। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মাহর কেবল একজনও যদি পৃথিবীতে বেঁচে থাকে, তবু মৃত্যুর আগ পর্যন্ত পুরো উম্মাহর পক্ষ থেকে এ অপরাধের প্রতিশোধ নেয়ার চেষ্টা সে চালিয়ে যাবে, বিইনযিল্লাহ।
ইনশাআল্লাহ।