সবসময় পজেটিভ মানুষের সাথে মেশো। যারা তোমাকে সবসময় যেকোনো কাজে উৎসাহ দেয়।ব্যর্থ হলেও তোমার সাথে থাকে। অন্তত তোমার পিছে কথা বলে না। দেখবে জীবন অনেক সুন্দর। 🤍
আর নেগেটিভ মানুষের আশে পাশে থাকলে দেখবে জীবনটা বিষাক্ত মনে হচ্ছে। নিজেও নেগেটিভিটির মধ্যে ডুবে যাচ্ছো। কোনো কাজ করতে গেলেই এমন কিছু কথা শুনছো যাতে উৎসাহ হারিয়ে ফেলছো। এদের থেকে দূরে থাকো।🖤