2024-09-28 07:55
নুরবাগ টু মাতুয়াইল রোডে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে,এর একটা সমাধান হওয়া জরুরি।অল্প বৃষ্টিতেই বহু গুনে ভাড়া বাড়িয়ে দেয়া হচ্ছে যা বিগত সময়ে কখনো হয়নি।বিগত সময়ে প্রত্যেকটা গাড়িকে এভারেজে ৬০০০ টাকা চাঁদা দিতে হতো যা এখন দেয়া লাগে না।তারপরও সামান্য বৃষ্টিতে ২০ টাকার ভাড়া ৩০ টাকা বা আরো বেশি নেয়া কোনভাবেই গ্রহনযোগ্য নয়।
এই নৈরাজ্য ঠেকাতে নূরবাগ ও আদর্শনগর বাসীর সম্মেলিত পদক্ষেপ নেয়া জরুরী।