2024-10-06 12:14
বাস্তবতা অনেক সুন্দর যদি তুমি মেনে নিতে পারো।
সবাই বলে বাস্তবতা না কি অনেক কঠিন। মানা যায় না। কষ্টের হয়ে থাকে।
কিন্তু আসলে এরকম কিছুই নয়, আমরা মানুষ খুব বেশি অলস, আরামপ্রীয়। আমরা চাই আমাদের অনেক সুখ হোক শান্তি হোক বাড়ি হোক প্রিয় মানুষ গুলো থাকুক। কিন্তু এই সবকিছু কি এমনেই পাওয়া হবে ? কখনোই না। আর তখন আমাদের মনে হয় আমাদের অনেক টাকার প্রয়োজন টাকা না থাকলে স্বার্থ পূরন না করলে কেউ থাকে না, কাউকে পাশে পাওয়া যায় না। তুমি যদি বাস্তবতা কে আপন করে বাঁচতে পারো তুমি সুখি।