2024-10-21 13:51
এই লাল, নীল,সাদা,কালো,হলুদ,সবুজ চুড়িগুলো দেখতে যতটা না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর এই চুড়িগুলো কেনা বা পড়ার গুল্পটা।কিছু চুড়ি প্রিয় মানুষের দেওয়া,আবার কিছু চুড়ি কোনো বিশেষ দিনে পড়ার জন্য কেনা।কিছু বান্ধবির কাছ থেকে উপহার পাওয়া।আবার কিছু মায়ের কাছে বায়না করে কেনা।কিছু রাস্তায় হাটতে গিয়ে পছন্দ করে কেনা।আবার কিছু প্রিয়র পরিয়ে দেওয়া। এই স্মৃতিগুলো পূণরাবৃত্তি হয়, যখন এই চুড়িগুলো গুছাতে বসি।
Threads