2024-10-21 08:02
ঐ মুখ দেখে যেন মায়ায় পড়ি বারেবার,স্বপনে দেখিয়া তারে হৃদয় করে হাহাকার
প্রিয়তম তুমি যদি বুঝিতে আমায়
কতখানি ভালোবাসি আমি যে তোমায়
তোমারে যব দেখিয়াছি আপন নয়নে,
চোখ যেন আটকিয়া গিয়ছে তোমার ঐ মায়াবি বদনে।
হৃদয় মাঝে রাখিব তোমারে আপন বাহুডুরে,
তুমি না হয় নাই বাসিলা ভালো এই মোরে🙂🙂🙂