2024-10-25 15:40
এই যে আপনি কারো উন্নতি দেখে আনন্দিত হন, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, কিছু জায়গা থেকে নিজেকে রেস্ট্রিকটেড রাখেন, অন্যের পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলেন না, অযথা মানুষকে নিয়ে হাসি তামাশা করেন না, সৌন্দর্য নিয়ে কখনো অসন্তুষ্ট প্রকাশ করেন না, সর্বদা নিজেকে কনফাইন্ড রাখতে পারেন, এটাকে বলে ছোবর বা ধৈর্য।
বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আপনাকে এটার প্রতিদান দিবে, শুধু ধৈর্য সহকারে নিজের হৃদপিণ্ডটাকে বাঁচিয়ে রাখুন। জগৎ শূন্যে যে মানুষ যত পারফেকশন, সে মানুষ তত বিনয়ী হয়!!