2024-10-25 15:45
অক্টোবরের এই রাতগুলো বড্ড বিষন্ন। 🖤🥀
জানালায়, বা বারান্দায় দাঁড়ালে বোঝা যায় শীতের আগমন। বাতাসে কুয়াশার ঘ্রাণ। মাঝে মাঝে ভেসে আসে শিউলি বা ছাতিম ফুলের গন্ধ। এই রাতগুলো যেন বিষন্নতার চাদরে মোড়া। রাতের এই শীতলতা যেন বার বার মনে করিয়ে দেয় ফেলে আসা কোন স্মৃতি। পাওয়া না পাওয়ার গল্পগুলো। কী হতে পারতো আর কী হলো, সেই হিসেবে যেন গোলমাল হয়ে যায়।
অক্টোবরের এই রাত গুলো ভীষণ অন্যরকম, অদ্ভুত রকমের melancholic আবহাওয়া, ভালোও লাগে আবার কোনো কারণ ছাড়া খারাপও লাগে!!
একদম অন্যরকম!!