2024-10-27 10:33
জীবনের সবচেয়ে বাজে সময়টায় যাদের সার্পোট পাবেন তাদের মনে রাখার জন্য আপনার বিশেষ একটা জায়গা নিজের ভিতর রাখা দরকার। আমাদের জীবনে দুঃসময় চলাকালীন সময়টায় মানুষের উপস্থিতি সংখ্যায় কম হলেও সুঃসময়ে দেখবেন মানুষের উপস্থিতি থাকে সবসময় আকাশচুম্বী। অনেক সময় দেখা যায়.. এত মানুষের ভিড়ে আমাদের জীবনে সত্যিকার অর্থে গুরুত্ব রাখা রিয়েল হিরোগুলা হারিয়ে যায়। জীবনে সুযোগসন্ধানী মানুষের সংখ্যা না বাড়িয়ে সঠিক মানুষ সংখ্যায় কম হলেও তাদের যত্নে রাখুন। দুঃসময়ে কিন্তু সংখ্যা বড় বিষয় না, দেখবেন একদম কেউ না থাকার চেয়ে একজন থাকার গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে🌻