2024-10-29 15:34
ঝাপসা হয়ে আসে দিবস,
বোঝা না বোঝার মাঝখানে আমি,
শিশিরের মতো মৃত্যুর হিম দানা বাধে আমার প্রাচীন মনুষ্য মনে।
অঙ্কিত বৃত্তের নিচে ডুবে যায় রঙের রেখা,
জীবনে জেগে ওঠে শতাব্দীর পুরোনে আদিমতা,
চিত্রিত চিহ্ন আমি দিয়ে যাই নশ্বর মানবদেহে
পাখা মেলে-শিং তুলে-মাশরুমের কোমলতার তলে।
তবু নারী দেহ হয়তো কোন অনুভূতি নহে
অক্ষরের রেখা আঁকি আমি কোমল তৃণদেহের জলে।