2024-11-12 17:05
দূরত্ব যদি সত্যি সত্যিই ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়,
তবে আমি দূরেই থাকতে চাই -
অনেক অনেক দূরে...
আপন জনেরা যদি আমাকে আপন ভাবতে কুন্ঠাবোধ করে,
তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলবো।
কেউ না কেউ তো, কখনো না কখনো স্মরণ করবে।।
__রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)
@its_anita_sarkar_