2024-11-30 11:07
একাকী পথটাতে হারিয়ে গেছি আমি,
বৃষ্টি ভেজা রাত, স্মৃতি পড়লো ফিসফিসিয়ে।
কখনো দেখিনি তুমি, তোমার হাসি কোথায়,
হৃদয়ে মেঘ, চোখে ঝাপসা সব কিছু আজ।
তুমি কি দেখো, আমি কি অনুভব করি?
তোমার ছায়া শুধু, হৃদয়ে ভেবে ভেবে।
হারিয়ে গেছি, খুঁজতে খুঁজতে,
আলোর মাঝেও আমি শুধু অন্ধকারে।
তুমি ছিলে, হয়তো কোথাও,
আমার সামনে, কিন্তু আমি জানি না কোথায়।
একাকী, নিঃশব্দে চুপচাপ হারিয়ে, তোমাকে খুঁজে পাবো, আমি তোমার জন্য অপেক্ষা করি।
নির্বাণের পথে
- Tam'sWhispers