2024-11-17 15:16
SATURDAY NIGHT
স্কুলের থেকে হোম- ওয়ার্ক দিয়েছে৷
তাকে দিয়ে করানো দুস্কর।
সে হোম-ওয়ার্ক করবে না তো করবে না।
অবশেষে তাকে ঘুষ দিলাম। বললাম হোম- ওয়ার্ক কর। মুভি দেখতে দিব। বলতে দেরি কিন্তু তার হোম- ওয়ার্ক করতে না।
হোম- ওয়ার্ক করা শেষ!!! কি আর করা। বলেছি। দিতে হবে। সুন্দর করে পুতুল সাজিয়ে শুয়ে আছে।
আমার ছেলের পুতুল কালেকশন,
সাথে তার একশান মুভি
একসাথে মুভি দেখতেছে।
কি আছে তার জীবনে 🥰🥰🥰