2024-11-21 06:37
কিছুদিন আগে শুটিং এ লাঞ্চ-এর সময় তিনটি অদ্ভুত খাবারের কথা শুনলাম। যদিও বাস্তবে এই খাবার তিনটি পাওয়া যায় না, এটা ছিল নিছকই একটা রসিকতা। নামের সাথে নাম মিলিয়ে একটা মজা।
খাবার তিনটে হল:
১) পুঁটি মাছের পেটি
২) মৌরলা মাছের মুড়ো, আর
৩) চিংড়ি মাছের leg piece....