2024-12-03 03:55
আমি আমার মতই ঠিক আছি।
বয়স বাড়ছে বাড়ুক, চোখের কোনে কালি পড়ছে পড়ুক।প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে? যাক!!
আগের থেকে দেখতে একটু খারাপ,, সে হোক।
একটু আগোছালো আনমনা,, এটাই আমার সঙ্গী।
কথা দিয়েছিল যারা তারা কেউ কথা রাখেনি??
নাইবা রাখুক।
ভালোবাসা মুখে বলা যতটা সহজ,, ভালোবেসে আঁকড়ে ধরে রাখাটা ঠিক ততটাই কঠিন।
মোটকথা হল আমি আমার চোখে সুন্দর।
কারো মনের মত করে নিজেকে সাজানোর কোন ইচ্ছে নেই।
যার ভালোবাসার ইচ্ছা সে আমাকে আমার মত করেই ভালবাসবে না হলে থাক!!!
কারণ,, আমার আমি সবথেকে দামি।