2024-12-04 13:47
ফুটুক আলোক আশার ভুবনে
মিলন দাশ গুপ্ত
❤️🌹❤️🌹❤️🌹❤️
সবার মনে জাগুক শুভ্রতার ছোঁয়া,
আজিকে জড়ুক স্নেহের বারিধারা;
ভিজুক যতো শুকনো মন
জাগুক মনে মানবতার চারা
বেঁচে থাকুক মননশীল সবুজ বন।
দূর হোক মনের সকল হিংসা বিদ্বেষ
সৃষ্টি হোক মনে সহমর্মিতার ধোঁয়া,
ভেসে যাক মনের সকল মলিনতা
মনে লাগুক শুভ্রতার ছোঁয়া।
আসুক মনে ঋদ্ধিতার সুনামির প্লাবন
ধুয়ে যাক মনের যতো কালিমা,
ফুটুক আলোক, আশার ভুবনে
বিকশিত হোক মনের নীলিমা।