2024-12-06 18:13
পার্টনারকে কখনও "little less than you" ফিল করাবেন না।
হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম। তাই বলে সে আপনার কম্পিটিটর না, আপনিও তার কম্পিটিটর না। জগতের সবার যোগ্যতা সমান হবে না।
পার্টনার মানেই দুই এক-এ এক। আপনিই সে, সে-ই আপনি।
দুজনে একসাথে গ্রো করবেন। একে অপরকে জিতায় দিবেন। একে অপরের প্রশংসা করবেন।
এজন্যই আপনারা পার্টনার। স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা।এই সম্পর্কগুলো উদার হতে হয়। নইলে জমে না।🌸