2024-12-08 06:08
শামকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে,
প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করেছেন-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا
অর্থ: ‘হে আল্লাহ! ‘আমাদের শামদেশে ও ইয়ামানে বরকত দান করুন।’ [সহীহ বুখারি: ১০৩৭]
নবী (সাঃ) শামকে যখন বলেন 'আমাদের শাম', তখন একে ভালো না বেসে কি পারা যায়?"
বরকতময় শাম বা (সিরিয়া) ইমারাতে ইসলামিয়া হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।