2024-12-10 17:27
আজ আমার স্বপ্ন সত্যি হল!!!
বহুদিনের ইচ্ছা ছিল নিউটাউনে নিজের একটা ফ্ল্যাট হবে। ঈশ্বরের কৃপায় ও মা-বাবার আশীর্বাদ মাথায় নিয়ে, কোনো আত্মীয় বা বন্ধুবান্ধবের সাহায্য না নিয়ে, কোনরকম ব্যাঙ্ক লোন ছাড়াই, কারুর কাছে হাত না পেতে, সগৌরবে মাথা উঁচু করে সম্পূর্ণ নিজের জমানো টাকায় চাঁদনী চক থেকে একটি সেকেন্ড হ্যান্ড চাইনিজ মোবাইল কিনে এই ছবি তুলে পোস্ট করলাম।
ফ্ল্যাট কেনার পয়সা নেই ভাই। ওসব পরে হবে। 😁😁