2024-12-11 05:01
বন্ধু, তুমি আছো অনেক দূরে
অচিনপুরের এক গায়ে,
নতুন করে ঘর সাজাতে
তাই তো হাঁটছো তুমি ডানে বায়ে।
এমনি করে দোলাচ্ছেতোমার মন
আলো অন্ধকারের দোলাচালে,
উদাসীন মনে হাঁটতে গিয়ে
পথের ঠিকানা গেলে ভুলে।
চোখের পলকে দেখলাম তোমায়
পথ হারিয়ে এমন সাজে,
তাই তো ভুলে যাওয়া অনেক স্মৃতি
জাগছে আমার মনের মাঝে।