2024-12-12 13:46
অনেক ভেবে দেখলাম!
আমাকে পছন্দ করা অতো সহজ না,আমাকে ভালোবেসে যাওয়া অতো সহজ না।
আমাকে চিরকাল কেউ ভাববে এমনটা আসলে সম্ভব না।
আমার স্বভাব দেখে, আমার রাগ দেখে ,অভিমান দেখে,আমার ব্যক্তিত্ব দেখে ,আমায় কেউ খুব কাছ থেকে দেখে কেউ আমায় আগলে রাখবে, সব সহ্য করে পাশে থাকবে, ব্যাপার টা অতো সহজ না।
হুট করে কেউ এসে "ভালোবাসি" বললে আমি বিশ্বাস করি না,
কারণ আমি জানি,আমাকে ভালোবাসা অতো সহজ না।