2024-12-26 04:09
কিছু কিছু ক্ষেত্রে মুখ বুঝে সহ্য করতে হয় এখন যার যতো বেশি সহ্য ক্ষমতা তার ততো শত্রু কম। মানুষ এখন অনেক বদলে গেছে নিজের সার্থ ছাড়া কিছুই বোঝে না। সময় টা পাল্টাচ্ছে আর চেনা মুখ গুলো আরো অচেনা হয়ে যাচ্ছে। আমরা নিজের জন্য যেটা ভেবে রাখি বা চলি সেটা কি আমরা পায় আমাদের জীবনে যেটা ঘটবে সেটা তো আগে থেকেই ঠিক হয়ে থাকে পরিকল্পিত কিছুই হয় না। নিজের জীবন থেকে বুঝেছি কাছের বলতে কেও হয়না কেও না সবাই শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের সাথে অভিনয় করে। তবে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো বাসো ❤️