2024-12-28 06:32
আর টিভিতে অনুষ্ঠিত জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআনে ২০১৫ সালে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম " আজ ২০২৪ এর শেষের দিকে এসে ঠিক সেই প্রতিযোগিতায় এবং সেই জায়গায় বসে বিচারকার্য করলাম আলহামদুলিল্লাহ " সত্যি বলতে আমি কোরআনের একজন প্রতিযোগী হিসেবেই নিজেকে গর্বিত মনে করি , আমাদের বাংলাদেশে এখন ভরপুর কোরআনের হাফেজ মাশাআল্লাহ , আমি দোয়া করি আল্লাহ যেন কোরআনের মাধ্যমে আমাদের দেশে আরো ভরপুর বিজয় দান করেন " আমিন।