2025-01-01 18:08
বরাবরের ন্যায় আমার কখনোই নিউ ইয়ার সেলিব্রেশন করা হয় না।
এবং ব্যক্তিগতভাবে এটা যে আমাকে খুব বেশি টানে বিষয়টি এমন ও না।
বাসার ঠিক পিছনে সবুজ শস্য ক্ষেত এবং তার বুক চিরে বয়ে চলা ট্রেন লাইন।
ঘুটঘুটে নিস্তব্ধ অন্ধকার রাতে শনশন করে হাঁকিয়ে চলা ট্রেনের শব্দ এবং অধরা আলো আমাকে প্রায়শই একাকিত্বের জানান দেয়। 2025🇲🇫