2025-01-04 10:58
যখন সঙ্গ চেয়েছি-
তখন নিঃসঙ্গতা পেয়েছি!
যখন একটু কোলাহল চেয়েছি-
তখন নিস্তব্ধতা পেয়েছি!
যখন মানুষ চেয়েছি-
তখন মানুষই আমাকে একাকিত্বে থাকতে শিখিয়েছে!
আর এখন যখন
আমি একাকী থাকতে শিখে গিয়েছি,
তখন এসেছো আয়োজন করে
আমার জীবনে মানুষ দিতে...?!!!
নিঃসঙ্গ আমিটাকে ভেঙে দিতেও
তোমাদের এতো উৎসাহ...?!!!
তোমরা মন বোঝো না?!
অনুভূতি বোঝো না?!
আমার খারাপ লাগাটা বোঝো না?!🙂🌸