2025-01-07 11:35
কিছু বন্ধু জানিয়েছে, অনেকে আমার লেখা অনুমতি ছাড়াই কপি করে পোস্ট করছে, যা একপ্রকার অনলাইন চুরি। আমি ধারণা ভাগাভাগি এবং অনুপ্রেরণা দিতে বিশ্বাসী, তবে সম্মান ও কৃতজ্ঞতা দেখানো উচিত। পছন্দ হলে ব্যবহার করার আগে জিজ্ঞাসা করুন বা কৃতজ্ঞতা জানান। লেখা কপি করা যায়, কিন্তু দক্ষতা বা সৃজনশীলতা নয়। যারা আমাকে এই বিষয়ে জানিয়েছেন এবং যারা আমার লেখার মূল্যায়ন করেন, তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন আমাকে অনুপ্রাণিত করে! চলুন, একে অপরের কাজের প্রতি সম্মান জানাই এবং একটি সৃজনশীল সম্প্রদায় গড়ে তুলি। 🙏