2025-01-11 07:02
আপনাকে একজন পেয়েছে মানে, আরেকজন কি বিভৎস ভাবেই না আপনাকে হারিয়েছে। লেখাটি খুবই ছোট্ট, কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে; অপেক্ষা করে যাচ্ছে। অথচ অন্য কেউ যেনো অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো ! সে জানেও না-সে যাকে নিজের করে পেলো; তাকে কেউ একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়েছিল।💔💔