2025-01-11 07:08
জীবনে একটা হাঁটতে শেখা জরুরি,একা থাকতে শেখা জরুরি..। জরুরী নিজেই নিজের মন খারাপ ভালো করতে শেখা...। জীবনের এই সুদীর্ঘ পথে সবসময় পথ দেখানোর মতো কেউ একজন থাকবে এমনটা ভাবা একদম বোকামি...! জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে,আবার ভাটার মতো চলেও যায়..। সে জন্য জীবনে কিছু জিনিস শিখে রাখার খুব প্রয়োজন..।মানুষের আসা যাওয়ার এই মিছিলে আমাদের থাকতে হবে গাছের মতো স্থির..।😊