2025-01-11 16:05
কখনও কখনও, সব সম্পর্কের সংজ্ঞা দেওয়ার প্রয়োজন হয় না। আপনার হয়তো কারও সঙ্গে কথা বলতে পছন্দ করেন অথবা তাঁদের কোম্পানি পছন্দ করতে পারেন এগুলো স্বাভাবিক অনুভূতি। কিন্তু যখন আপনি সেটা নিয়ে চিন্তা করেন বা সংজ্ঞা দিতে চেষ্টা করেন, তখন তা অশান্তি তৈরি করে। আশা, সীমাবদ্ধতা ও ঝামেলা তৈরি হয়। কিছু সম্পর্ককে শুধু নিজের মতো থাকতে দিন কোনো রকমের লেবেল বা সংজ্ঞা ছাড়াই। তাদের মতো চলতে দিন, আর দেখবেন যে, যখন কিছু সংজ্ঞায়িত না থাকে, তখন অনেক শান্তিপূর্ণ ও গভীর সম্পর্ক গড়ে ওঠে।