2025-01-13 12:55
আরও একটি কবিতা। কেমন হয়েছে বল....
সন্ধ্যা বেলা
যখন বিকাল শেষে
সন্ধ্যা নামে আকাশে,
পাখিরা ফেরে তাদের
নিজ নিজ বাসে।।
মৃদু আলোয়
দেখা যায় তখন ও,
পাখিরা উড়ে বেড়ায়
ছোট ছোট কালো কালো।।
যতক্ষণ থাকে
আকাশের সেই আলো
ছোটরা বলে খেলো
আর একটু খেলো।।
যেও না তোমরা চলে
অর্ধেক খেলা খেলে,
দুঃখ যে পাবো মোরা
সবাই চলে গেলে।।