2025-01-25 18:25
কেউ রাখেনি আমার খবর
মিলন দাশ গুপ্ত।
অচেনা এই দেশ,
হয়ে গেছে এতো রাত শেষ;
বড়ই বিরূপ এই শহর,
কেউ রাখেনি আমার খবর।
সুখ পাখি তো এসেছিল হৃদয়ের কাননে,
ভুলে থাকা সংসারে, জ্বলন্ত প্রদীপ হয়ে
জ্বলছে তা স্বননে।
বিষাদে ডুবে ডুবে খুঁজে ফিরি,
সুখ যে আমার হয়ে গেছে ফেরারী।
❤️শুভ রাত্রি ❤️