2025-01-28 08:15
আমি কিছুটা খামখেয়ালি,
আড়ালে থাকতে ভালোবাসি,
কখনো দুষ্টু, কখনও মিষ্টি,
কখনো বা আমি খুব খারাপ।
আমি কিছুটা অভিমানী,আমার রাগটা বেশী,
পরক্ষণেই নিজেকে সামলে উঠি।
আমি কখনো শূন্য, আবার কখনো পরিপূর্ণ,
কখনো আবার কষ্টের সাগরে ভাসি।
চূর্ণ বিচূর্ন এই মন, তবু মনের জোরে হাসি।
কারণ আমি কিছুটা স্বপ্নবিলাসী, তাই স্বপ্ন দেখতে ভালোবাসি 💖
{} পূজা {}