গত ৫ মাসে গণমাধ্যমের স্বাধীনতার নমুনা:-
৬০০+ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা।
৫০+ গণমাধ্যম ও সংবাদপত্র অফিসে হামলা ।
৬ সাংবাদিকে হত্যা।
১৮ সাংবাদিক গ্রেপ্তার।
১০০+ সাংবাদিক আহত।
১০০০+ সাংবাদিককে চাকরিচ্যুত/পদত্যাগে বাধ্য করা হয়েছে।
৯৬ জন সাংবাদিকের বিএফআইইউ কর্তৃক আর্থিক বিবরণী চাওয়া ।
১৬৮ জনের পিআইডি কার্ড বাতিল।
১৮ সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।
৮৩ জনের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল।
বেশিরভাগ মিডিয়া হাউসের মালিকানা দখল করা হয়েছে।
এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা।