2025-02-01 12:38
নিজেকে নিংড়ে নিয়ে
সবটুকু ঢেলে দিই যদি,
অশ্রুর সবটুকু পিয়ে
জল জমে হয় যদি নদী।
খানিক মতের অমিলে গেলে
ক্ষতিহীন কোনো খুঁত খুঁজে পেলে
কেউ কেউ বলে দেবে; দিইনি কিছুই!
এইসব দেখে
সবকিছু রেখে
চলে যেতে উদ্যত হই।
চলে যাব বলে
সব মায়া ফেলে
যতটুকু সামনে এগুই,
তারচেয়ে ঢের
কী করে যে ফের
আমি শুধু তোমাতে পিছুই।
ঘুরেফিরে তাই
বৃথা অযথাই
ফিরে আসি পুরোনো পথে,
ভালোবাসি বলে
বিনা কৌশলে
বেহায়া হয়ে রই তোমার মতে।
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ 💭🕊️