2025-02-04 04:53
পাঞ্জাবী ছাড়া চলে??
না না তুমিই বলো, সরস্বতী পুজোর দিনে আমি বাইরে বেরোলাম, কোনো প্ল্যান নেই, কিন্তু হঠাৎ করেই পুরোনো স্কুলের গেটে তোমার সাথে দেখা, তুমি খুব সুন্দর একটা শাড়ি পরে আমার কাছে এসে জানতে চাইলে যে, 'আমি কেমন আছি?'
ঠিক সেই সময় আমি যদি একটা পাঞ্জাবি না পরে থাকি, তাহলে তোমার নজর পাশের পাঞ্জাবি পরা ছেলেটার দিকে যেতেই পারে....
তাই পাঞ্জাবী ছাড়া ঠিক চলবে না, তাতে তুমি আসো, ছাই না আসো...
©️