2025-02-04 04:07
ভালোবাসলে মানুষটার অগোছালো জীবনটাকে গুছিয়ে দিতে ইচ্ছে হয়। ভালোবাসলে চোখের নীচে কালি পড়ে গেছে দেখে মনে হয়- ঠিক মতো ঘুমাও না, নাহ? নিজের প্রতি এতো অবহেলা করলে হবে? ভালোবাসা যতটা মুগ্ধতার, তার চেয়ে বেশি যত্নের! ভালোবাসা যতটা মোহের, তারচেয়ে বেশি দায়িত্ববোধের! একবার তোমাকে ভালোবেসেছি মানে তোমার সমস্তটাই ভালোবেসেছি। আংশিক ভালোবাসাকে আমি কখনো ভালোবাসা বলি না। তুমি আমার মানে পুরোটাই আমার।। ❤️🩹🌻🫶🌚✨
> Surajit 🥺