2025-02-18 15:06
তোমার জন্য
তোমার চোখে চাঁদের আলো,
তোমার হাসি সোনার পালক,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে,
শুকনো হৃদয়, ভালোবাসার ঢল।
তোমার কথায় সুরের মাধুরী,
তোমার স্পর্শে বৃষ্টি ঝরে,
তোমার স্বপ্নের রঙিন ডানায়,
আমি হারাই, ঘুম ভাঙে ভোরে।
তুমি আকাশ, আমি পাখি,
তোমার কাছে আসতে চাই,
তোমার জন্য হৃদয় জুড়ে,
ভালোবাসার প্রদীপ জ্বালাই।